
আসন্ন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৫-এর মনোনয়ন ফরম বিক্রির সময়সীমা শেষ হয়েছে রবিবার রাত ৮টায়। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী দুই দিনব্যাপী মনোনয়ন ফরম বিক্রি শেষে প্রতিদ্বন্দ্বিতার চিত্র ক্রমেই পরিষ্কার হয়ে উঠছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর, প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, কোষাধ্যক্ষ, ধর্ম সম্পাদক, আইসিটি সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট ১৩টি পদে ২৩ জন মনোনয়ন সংগ্রহ করেছে। নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৫ জুন বুধবার মনোনয়নপত্র দাখিল ২৬ জুন বৃহস্পতিবার মনোনয়ন বাছাই, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি
২৭ জুন শুক্রবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ জুন শনিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ৫ জুলাই শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে কঠোরভাবে নির্বাচন আচরণ বিধি অনুসরণ করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রচারণায় মাইক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করা যাবে।
র্যালি, মিছিল, সমাবেশ, রাজনৈতিক পরিচয় কিংবা বক্তব্য প্রদান—সবই নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনের দিন কোনো প্রার্থী ভোটারের কাছে প্রচারণা চালাতে পারবেন না।
ভোট গ্রহণের সময় ভোটারদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও প্রেসক্লাবের পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। এছাড়া কোনো আবাসিক ভবনে কিংবা দেওয়ালে পোস্টার লাগানো যাবে না। প্রধান নির্বাচন কমিশনার মো. সিরাজুল ইসলাম জানান, “নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। আচরণবিধি লঙ্ঘনকারীর প্রার্থিতা বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।” আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের এবারের নির্বাচন নিয়ে সদস্যদের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন প্রত্যাশা করছেন সকলে।










