ভোলায় উপজেলাবাসীর প্রাণবন্ত অংশগ্রহণে উপজেলা দিবস উদযাপন: গুণীজন সংবর্ধনা, উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক পরিবেশনায় ছিল উৎসবের আমেজ
Spread the love

ভোলায় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো “উপজেলা দিবস ২০২৫”। দিবসটি ঘিরে ছিল গুণীজন সংবর্ধনা, উন্নয়ন মেলা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন।
রোববার (২২ জুন) দিনব্যাপী আয়োজিত এই উৎসবে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় সমৃদ্ধি প্রকল্প-এর আওতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
আয়োজনে ৫জন গুণীজনকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়—

সাংবাদিকতা: ছোটন সাহা (দেশটিভি প্রতিনিধি)
ক্রীড়াঙ্গন: মুনতাছির আলম চৌধুরী রবিন
সংস্কৃতি: সংগীতশিল্পী মঞ্জুর আহমেদ
সামাজিক সেবা: আজিজুল ইসলাম
চিকিৎসা সেবা: ডা. তায়েবুর রহমান (মানবিক অবদানের স্বীকৃতিতে)
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যার ভোলা জেনারেল হাসপাতালের আরএমও ডা. তায়েবুর রহমান।
সভাপতিত্ব করেন জিজেইউএস পরিচালক মোস্তফা কামাল, স্বাগত বক্তব্য দেন সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পারসন আলমগীর হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ভোলা রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শিহাব উদ্দিন।
উন্নয়ন মেলায় প্রদর্শিত হয় স্থানীয় ক্লাব সদস্যদের তৈরি নকশিকাঁথা, হস্তশিল্প, পিঠা ও মৌসুমী ফল। আয়োজন ছিল স্বাস্থ্যবিষয়ক ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপিং, এবং বৃক্ষরোপণের সচেতনতামূলক বার্তা।

দিন শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এই আয়োজন শুধু বিনোদনের নয়, বরং ভোলার সংস্কৃতি, সামাজিক সংহতি এবং উন্নয়ন ভাবনাকে এগিয়ে নেওয়ার একটি অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31