
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় দীর্ঘ ১৬ বছর পর বিএনপি’র কর্মের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন ঘিরে বিএনপির নেতা কর্মীদের মাঝে এখন আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে।

আজ রবিবার (২২ জনু) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাচ্ছের আলী ইছা, এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ন আহ্বায়ক খন্দকার ফজলুর সক টুলু, আমিনুর রহমান মুশা, বিএমপির জেলা সদস্য মুরাদ হোসেন, ফরিদপুর বিএমপির যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট এ আর লিটন,এ সময় আরো উপস্থিত ছিলেন সাল তা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী, সাবেক ভাই চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সাবেক সহ-সভাপতি শাহীন মাতুব্বর, সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, বিএনপি নেতা শাহিনুর রহমান শাহিন, হাজী রাশেদ, মোঃ সরোয়ার হোসেন মাতুব্বর সহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
সম্মেলন শেষে জেলা নেতারা জানান, খুব শীঘ্রই উপজেলা বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে,
কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনায় আগামী ১২ই জুলাইয়ের মধ্যে ফরিদপুর জেলা বিএনপির সহ প্রতিটি উপজেলা ও পৌর কমিটির গঠনের কাজ সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
জেলার নেতারা আরো বলেন, দীর্ঘদিন যারা দল পড়তে গিয়ে নানাভাবে নির্যাতন হয়েছেন ও দলের দুঃসময়ে যারা দলের পাশে ছিলেন।
আওয়ামী লীগের সাথে কোন আতাত করে চলেননি তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দেয়া হবে।










