আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চলের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি সুপরিকল্পিত, আদর্শনিষ্ঠ এবং প্রেরণামূলক আয়োজন—“দায়িত্বশীল সমাবেশ ২০২৫”।
বরিশাল জেলা আইনজীবী সমিতির (এন.এল. ভবন) সম্মেলন কক্ষে আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের শীর্ষ নেতৃত্ব, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীসহ জেলা উপজেলা আমির, সেক্টোরি ইউনিয়ন আমির ও সভাপতিগন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ড. শফিকুল ইসলাম মাসুদ, সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা ও সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ
জহির উদ্দিন মোহাম্মদ বাবর, আমীর, বরিশাল মহানগরী
বরিশাল বিভাগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ
সভাপতিত্ব করেন:
অ্যাডভোকেট মুআযযম হোসাইন হেলাল
সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সমাবেশে বক্তারা বলেন—
জাতীয় নির্বাচন কেবল রাজনৈতিক নয়, এটি আদর্শিক সংগ্রামের ময়দান। ন্যায়ভিত্তিক সমাজ গঠন, সুশাসন ও জনকল্যাণে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতের মনোনীত প্রার্থীরা আন্তরিকভাবে মাঠে নামবে।
তারা আরও বলেন, দলীয় কাঠামোকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করে সুশৃঙ্খল ও কার্যকর সংগঠন গড়ে তোলা এখন সময়ের দাবি।
এছাড়াও, ইসলামী আদর্শে জনজীবনে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে নেতৃবৃন্দ জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশটি ছিল কেবল পরিকল্পনা বিনিময়ের নয়, বরং দায়িত্ব, প্রত্যয় ও আন্দোলনের নবউদ্দীপনার ঘোষণা। বরিশাল অঞ্চলে ইসলামী রাজনীতির নবজাগরণের একটি মাইলফলক হয়ে উঠল এই আয়োজন।