
শনিবার সকাল সাত ঘটিকা থেকে শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত ডিঙ্গেদা দাখিল মাদ্রাসায় তা’লীমুল কুরআন ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলার শাখার উদ্যোগে তা’লীমুল কুরআন মুয়াল্লিম প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষার শেষে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর ও তা’লীমুল কোরআন ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল আমিন। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন কোরআন মাজিদ শিখানোর এই মহান কাজটি করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ কোরবানি এবং পরিশ্রম করতে হবে, শুধুমাত্র নিজের শেখার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। কুরআনের এই সুমহান আদর্শের জ্ঞান সবার কাছে পৌঁছিয়ে দিতে হবে। আমরা সেই ধরনের মুয়াল্লিম তৈরি করতে চাই।গত ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ২১ জুন’২০২৫ ইং পর্যন্ত দীর্ঘ আড়াই মাস ধরে প্রতিদিন ফজরের নামাজ পর দুই ঘন্টা করে এই প্রশিক্ষণ প্রদান করছেন ওস্তায মাওলানা আশরাফ আলী এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তা’লীমুল কোরআন ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন।পরীক্ষার শেষের বিদায়ী বক্তব্যে ওস্তাদ মাওলানা আশরাফ আলী বলেন আল্লাহ পাক যাকে পছন্দ করেন কুরআন মাজিদের জ্ঞান তাকে দান করেন। রমজানের মাসের রোযা ও কোরআন ওই বান্দার জন্য সুপারিশ করবে, যে বান্দা সব সময় কোরআনের পিছনে লেগেই থাকতো জ্ঞান চর্চার জন্য। তিনি আরো বলেন হাদিসে আছে মৃত্যুর পর কবরের তার মাথার কাছে একজন সুদর্শন যুবক এসে বলবে আমি তোমাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত যাব না এবং মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেয়ার জন্য দাঁড়িয়ে থাকবে, আমি সেই কুরআন যে কুরআন এই যুবক সব সময় আমাকে সাথে রাখত আমি আজ তার সকল প্রশ্নের জবাব দিয়ে দেব আমাকে প্রশ্ন করো ফেরেশতাদেরকে বলবে। কি মহান মর্যাদা এই কুরআন পাকের যা গোটা দুনিয়া দিলেও এর মর্যাদার শেষ হবে না। তিনি সবাইকে কোরআনের খাদেম হওয়ার আহ্বান জানিয়ে সবায়কে ধন্যবাদ দিয়ে মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে ব্যাচটির সমাপ্তি ঘোষণা করেন।










