আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সুদক্ষ দিক-নির্দেশনায় এবং কঠোর আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালনকারী ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল শনিবার (২১ জুন ২০২৫) সকাল ১০টা ২৫ মিনিটে এক সাহসী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ত্রিশালের কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী ‘মিনা’কে গ্রেপ্তার করেছে।
অভিযানটি পরিচালিত হয় ত্রিশাল উপজেলার দরিরামপুর ৮নং ওয়ার্ডের মৃধাবাড়ী মোড় সংলগ্ন বাইল্লা বাড়িতে, যেখানে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জৈনিক শাহজাহান (৪৮), পিতা: মৃত ইদ্রিস আলী, এর বসতবাড়ি থেকে মাদক সম্রাজ্ঞী মিনাকে হাতে-নাতে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মিনা দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তার কারণে এলাকাটি মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। পুলিশের এই ঝুঁকিপূর্ণ ও সফল অভিযানে এলাকার সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা পুলিশের সাহসিকতায় অভিভূত হয়ে ওসি মনসুর আহাম্মদ এবং তার দলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
এলাকাবাসীরা জানান, “এই ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকলে সমাজ অনেকটাই নিরাপদ হবে। আমরা চাই, এমন অভিযান আরও জোরদার হোক।”
ত্রিশাল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মিনার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।