
তৌহিদ, মাগুরা: মাগুরাতে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশ গ্রহণে
বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা ও ইহার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ জুন দুপুর ২.৩০ ঘটিকার সময় বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে ও বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মাগুরা জেলার সহযোগিতায় মাগুরা সার্কিট হাউস কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব মোঃ আব্দুস সবুর ও মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম)।
প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকরা জাতীর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্ত তাদের চাকরীর নিয়োগপত্র না থাকার কারনে তারা কোন আাইনি সহযোগিতা পায়না। কাজেই আপনাদের নিয়োগের শুরুতেই পত্রিকা অফিস থেকে নিয়োগ পত্র নিতে হবে। এতে করে নিজের মর্যাদা বাড়বে এবং আইনি সহায়তা পাওয়া যাবে।সাংবাদিকরা রাজনীতি করতে পারবে তবে সবার আগে পেশাগত মান মর্যাদাকে মূল্য দিতে হবে। তিনি আরো বলেন শেরেবাংলা এ কে এম ফজলুল হক এবং তোফাজ্জল হোসেন মানিক মিয়া সহ সে সময় আরো অনেকে রাজনীতি করার পাশাপাশি সাংবাদিকতাও করেছেন। কিন্তু তারা কখনো নীতিকে বির্সজন দেননি তাই তারা বিতর্কিত হননি। কাজেই আমাদেরকেও তাদের মতো হতে হবে। তাহলে আমরাও বির্তকের উর্ধে থেকে সুনামের সাথে সাংবাদিক করতে পারবো।










