
ভোলা জেলার মনপুরা উপজেলায় মেঘনার উত্তাল ঢেউয়ে হারিয়ে গেল এক জেলের জীবন। শুক্রবার (২০ জুন) দুপুরে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি হলেন মোঃ মহিউদ্দিন (৪৫), পিতা মৃত জয়নাল আবেদীন। তিনি ২ নং হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিন সকালেও মাছ ধরতে মেঘনায় যান মহিউদ্দিন। সকাল ৮টার দিকে নৌকা নিয়ে নদীতে থাকাকালীন হঠাৎ নিখোঁজ হন তিনি। এরপর এলাকাবাসী ও কোস্টগার্ডের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘ চার ঘণ্টা পর দুপুর ১২টার দিকে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহতের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বারবার মূর্ছা যাচ্ছেন তার স্ত্রী ও সন্তানেরা। স্থানীয়দের চোখে অশ্রু, ভারাক্রান্ত হৃদয়ে এলাকার প্রতিটি মানুষ শোকাহত।
এই হৃদয়বিদারক মৃত্যু নদীপারের অসংখ্য মানুষের জীবনের অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ বাস্তবতাকেই যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
আমরা মহান আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।










