বাংলাদেশ গণ অধিকার পরিষদ এবং এর সকল অঙ্গ সংগঠনের মাগুরা জেলা শাখার বিভিন্ন দায়িত্বে থাকা শতাধিক নেতা কর্মী দল থেকে একযোগে পদত্যাগ করেছেন। শুক্রবার ২০ জুন মাগুরা সাজিয়ারার ঢাল সংলগ্ন রাকিব হোটেলের পাশে বিকেল ৫ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগ পত্র পেশ করেন মাগুরা জেলা গণ অধিকার পরিষদ এর সহ- সভাপতি মোঃ রাসেল মজুমদার।এ সময় তার পাশে পদত্যাগকারী নেতা কর্মীর প্রায় সকলেই উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মোঃ রাসেল মজুমদার বলেন," আমরা যে উদ্দেশ্য নিয়ে য়ুব অধিকার পরিষদ গঠন করেছিলাম দলের কেন্দ্রীয় কমিটি সেই জায়গা থেকে সরে এসে এখন তারা নিজের স্বার্থকে বেশী গুরুত্ব দিচ্ছে। আপনারা জানেন, ৫ আগষ্ট বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়। সেই স্বাধীনতা অর্জনে দলের নেতা কর্মীদের অনেক ত্যাগ ছিলো কিন্ত ৫ আগষ্টের পর থেকে মাগুরাতে পুরতন নেতা কর্মীদের মূল্যায়ন না করে সাবেক আওয়ামী দোসরদের যুব অধিকার পরিষদে নতুন পদ দিয়ে দলে ঢুকানো হচ্ছে যা দলের সাথে সাংঘর্ষিক। এসব কথা বিবেচনা করে আমরা মাগুরা জেলার গণ অধিকার পরিষদ সহ এর সকল অঙ্গ সংগঠনের ত্যাগী নেতা ও কর্মীরা দল থেকে একযোগে পদত্যাগ করছি।"