চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়নপ্রত্যাশী শরিফুজ্জামান শরীফের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত একতা সভায় কুমারী ইউনিয়নের ইউপি সদস্য শরিফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী একত্রিত হয়েছেন। শুক্রবার (২০ জুন) দুপুরে আলিফ উদ্দিন রোডস্থ আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আত্মার হোসেন জর্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। অনুষ্ঠানে বিএনপির "দুদু গ্রুপ" থেকে আনুষ্ঠানিকভাবে শরিফুজ্জামান শরীফের নেতৃত্বে যোগ দেন কুমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী। যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: রুস্তম, রাজন, শাহিন, বজলু, হুদা, মিনারুল, এনামুল, মহিদ, সুবারেক, আরজু, আলামিন, আজাদ হোসেন সাইন, আস্কার, হাফিজুল, রফিকুল হাসান, নাজিম, সাজি, শফিকুল, নাহিদ, বিল্লাল, সাবলো, জিন্নাত, শুয়ান, সমীর, সায়েদ, জুবারিক, শফিক, জুয়েল, ওসমান প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি আবু তৈয়ব শান্তি, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, যুবদল নেতা আজমীর হোসেন ও জিয়া, সন্টু, সাইদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি সুজন আলী, আইজেল, মহির, মনির, ঝন্টু, খালেক, আলম রফিকুল, কৃষক দলের সভাপতি একরামুল বাদল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শরিফুজ্জামান শরীফ বলেন, "বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছি। আগামী জাতীয় নির্বাচনের আগে চুয়াডাঙ্গা-১ আসনে সকল বিভক্তি দূর করে বিএনপিকে একত্রিত করার প্রচেষ্টা চলছে। দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই ধানের শীষ প্রতীকের বিজয়ে কাজ করব।"
তিনি আরও বলেন, "একতাই শক্তি—এই নীতিতে বিশ্বাস রেখে দলের সকল গ্রুপিং নিরসনের মাধ্যমে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।" এই অনুষ্ঠানের মাধ্যমে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির রাজনীতিতে নতুন এক গতির সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় পর্যবেক্ষকরা।