
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। অভিযানে আটক করা হয়েছে একজন অস্ত্রধারী ব্যক্তিকে। গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন ২০২৫ তারিখ রাতে আনুমানিক ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প, হারদী আলমডাঙ্গার নেতৃত্বে এবং এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় কেশবপুর গ্রামের মৃত দেলবার মন্ডলের ছেলে মোঃ জাদু মিয়া (৪০) কে একটি দেশীয় তৈরি লোহার ওয়ান শুটার গানসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি বাটসহ মোট ১৬ ইঞ্চি লম্বা এবং এতে ট্রিগার ও সরু বোল্ট সিস্টেম যুক্ত ছিল। ঘটনাস্থল থেকেই আলামত জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আটক জাদু মিয়ার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-১৬, তারিখ- ২০/০৬/২০২৫, ধারা- 19A Arms Act, 1878) রুজু করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ২০১৫ সালে আলমডাঙ্গা থানায় দুটি হত্যা মামলার রেকর্ড রয়েছে (এফআইআর নং-৩৪ ও ৩৫, ধারা ৩০২ পেনাল কোড-১৮৬০)।










