
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়ায় র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার ১৮ জুন ২০২৫ রাতে আনুমানিক ১১টা ৪০ মিনিটে ধোবাউড়া থানাধীন দর্শা এলাকার ধোরাউড়া-তারাকান্দা পাকা সড়কের পূর্ব পাশের একটি পরিত্যক্ত দোকানের সামনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন—
১। রবিউল হাসান লেলিন (২৫), পিতা: মোঃ সাইফুল ইসলাম এবং
২। মোঃ শামিম হাসান (২৭), পিতা: মোঃ হুকুম আলী।
দুজনেই ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার দর্শা এলাকার বাসিন্দা।
অভিযানে উদ্ধারকৃত বিদেশী মদের বোতলের সংখ্যা ৪৭টি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাবের এমন কার্যকর অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।










