মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি। ফরিদপুরের সালথায় বৃষ্টির মধ্যে হঠাৎ মাত্র 5 মিনিটের আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাণ সহায়তা দিয়েছেন স্থানীয় যুবদল নেতারা। আজ বৃহস্পতিবার ১৯ শে জুন বিকালে উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের বাড়িতে গিয়ে এই প্রান সহায়তা প্রধান করা হয়েছে। এ সময় প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, তেল ও নগদ অর্থ দেয়া হয়। ত্রান সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, মোঃ এনায়েত হোসেন, মোঃ মিরান মাতুব্বর, খোকন মাতুব্বর, আনিসুর রহমান, ইয়াসিন মোল্লা, শিমুল মিয়া, শরিফুল ইসলাম লায়েক, কোবির দর্জি,আখের আলী, মজিবুর রহমান, ছাত্রদের নেতা হাসিব প্রমুখ। সালথা উপজেলা যুবদল নেতারা বলেন, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশে ঝরে ক্ষতিগ্রস্ত কৃষক ও দিনমজুরদের মাঝে সামান্য ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এরপর শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু নিজেও এসে পাশে দাঁড়াবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন।
উল্লেখ্য টানা বৃষ্টির মধ্যে বুধবার ১৮ জুন রাত ৯ টার দিকে হঠাৎ দক্ষিণ আটঘর গ্রামে ভয়াবহ ঝড়ে আঘাত হানে। প্রচন্ড বেগে মাত্র পাঁচ মিনিটের ঝড়ের আঘাতে সিরাজ মোল্লা, সালাম শেখ, নূর শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ,ও বক্কার খান সহ মোট ৭টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। কারো বসতঘরের টিনের চাল উঠে গিছে আবার কারো কারো ঘর মাটির সাথে মিশে গেছে। হতে ক্ষতিগ্রস্ত সবাই কৃষক ও দিনমজুর। বসতঘর ছাড়া গ্রামের অসংখ্য গাছপালা ভেঙ্গে ও উঠে গেছে। এতে ওইসব কৃষক ও দিনমজুরদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা কেউ কেউ খোলা আকাশের নিচে বসবাস করছেন।