মোঃ ইলিয়াছ খান : ফরিদপুরের সালথায় টানা বৃষ্টির মধ্যে হঠাৎ মাত্র 5 মিনিটের আকস্মিক ঝড়ে কৃষক ও দিনমজুরদের ৭টি বসন্ত ঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গে গেছে অসংখ্য গাছপালা। বুধবার (১৮ জুন) রাত ৯ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামে ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়। পাকিস্তানি বাসিন্দা মোঃ শাহ আলম জানান টানা বৃষ্টির মধ্যে বুধবার রাত ৯টার হঠাৎ দক্ষিণ আটঘর গ্রামে ভয়াবহ ঝরে আঘাত হানে। প্রচন্ড বেগে মাত্র পাঁচ মিনিটের ঝড়ের আঘাতে গ্রামের মিরাজ মোল্লা, সালাম শেখ, নুরু শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ,ও বক্কার খানের সহ মোট ৭টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। কারো বসতঘরের টিনের চাল উড়ে গিয়েছে, আবার কারো ঘর মাটির সঙ্গে মিশে গিয়েছে। তিনি আরো জানান, ক্ষতিগ্রস্তরা সবাই কৃষক ও দিনমজুর। বসত ঘর ছাড়া গ্রামের অসংখ্য গাছপালা ভেঙ্গে উঠে গেছে। এতে ওইসব কৃষক ও দিনমজুরদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খতিগ্রস্তরা কেউ কেউ খোলা আকাশের নিচে বসবাস করছে। বৃহস্পতিবার ১৯শে জুন দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। আমি নিজেও যাবো খোজ খবর নিয়েছি।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বালী বলেন, আমরা আগে ঘটনাস্থল পরিদর্শন করতে যাব। তারপর ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা করা হবে।