আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকাল দশটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা সবায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই মিলে কাজ করলে আলমডাঙ্গা বাসীকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলামডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম। আইন-শৃঙ্খলা সভায় অফিসার ইনচার্জ তার বক্তব্য বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন যে, মাদক, চাঁদাবাজি এবং দখলবাজদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও, তিনি মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,। তাছাড়াও আইন শৃঙ্খলা সবায় আরো বক্তব্য রাখেন, সরকারি কলেজের প্রভাষক ডঃ মাহবুব আলম, মহিলা ডিগ্রী কলেজে সিনিয়র প্রভাষক সুরাইয়া জেসমিন, , আনসার ও ভিডিপি কর্মকর্তা রওশন আরা, উপজেলা জামায়াতে ইসলামের আমির প্রভাষক মুন্সি শফিউল আলম বকুল, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, বেলগাছি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান মেহরাজ আলী, ইউপি চেয়ারম্যান মিনাজ আলি, আশিকুর রহমান ওল্টু, এমদাদুল হক, ছাত্র প্রতিনিধি রাকিব মাহমুদ,
কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমূখ।