
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা থানার সোনাপুর ইউনিয়নের বর্তমান বিএনপির সভাপতি কে পুনরায় আবার সভাপতি হিসেবে দেখতে চায় সোনাপুর ইউনিয়নবাসী, তার কারণ মাওলানা আজিজুল হক একজন ভালো মনের মানুষ এবং সৎ এবং যোগ্য ব্যক্তিত্ব যিনি গত স্বৈরাচারী খুনি শেখ হাসিনার ১৭ বছরের মধ্যে ৫০ থেকে ৬০ বার মিথ্যা মামলায় জেল খেটেছে, এবং বিভিন্ন প্রকার মিথ্যা মামলার হয়রানির শিকার হয়েছে। তবুও তিনি তার দল বিএনপি’র হাত ছাড়েননি বিএনপির একজন প্রকৃত সৈনিক হোলেন বর্তমান সভাপতি মাওলানা মোঃ আজিজুল হক যার কোন তুলনায় হয় না, তার তূলনা অন্য কারো সাথে হবে না।সে সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন, এবং স্বৈরাচারী খুনি শেখ হাসিনার আমলে তার জীবনটা ছিলেন একদম কষ্ট এবং দুঃখে ভরা। এমনও দিন গেয়েছে যে সে এক সপ্তাহের মধ্যে একদিনও ভাত খেতে পারেন নি তবুও দলের প্রয়োজনে বারবার জেল খেটেছে এই কারণে সোনাপুর ইউনিয়নবাসী পুনরায় আবার তাকে সভাপতি হিসেবে দেখতে চায়, এ বিষয়ে মাওলানা মোঃ আজিজুল হক বলেন যে জুলুম অত্যাচারের ও নির্যাতনের শিকার হয়েছি আমি।তার কোন কাউকে আমি সেটা হয়েছে বলে বোঝাতে পারবো না এবং ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ একদিকে আমি মাদ্রাসার শিক্ষক ছিলাম ছাত্রদেরকে লেখাপড়া শিক্ষা দিয়েছি অন্যদিকে রাত দিন বিভিন্ন জঙ্গল বাঁশঝাড়ের মধ্য রাত কাটিয়েছি এমনও সময় গিয়েছে যে আমি সারাটা বছর পাট ক্ষেতের মধ্য দিয়ে ঘুমিয়ে রাত কাটিয়েছে এক কথায় ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনার জুলুম অত্যাচারের হাত থেকে আমি কোনোভাবেই, কোন অবস্থাতেই রেহাই পায়নি তাই আশা করি আমাকে সকলে সমর্থন করে পূর্নরার আবার সভাপতি করবেন বলে আমি আশা রাখি, তিনি তার প্রাণপ্রিয় সোনাপুর ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।সর্বশেষ তিনি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।










