
রাব্বি,গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনের চত্বর সামান্য বৃষ্টিতেই প্লাবিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই চত্বরে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের পানি নিষ্কাশন ব্যবস্থার বেহাল দশার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই লাইব্রেরি চত্বরসহ আশপাশের সড়কগুলো পানিতে তলিয়ে যায়। এতে লাইব্রেরিতে আসা-যাওয়া করা শিক্ষার্থীদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জমির সরকার বলেন, “লাইব্রেরি চত্বরটি শিক্ষার্থীদের অন্যতম একটি কেন্দ্র। প্রতিদিন শত শত শিক্ষার্থী এখানে আসেন। কিন্তু বৃষ্টি হলেই এর সামনে পানি জমে থাকায় আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যায় ভুগলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না।” এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এসকেন্দার আলী জানান, “সমস্যাটির সাময়িক সমাধানের জন্য চেষ্টা চলছে তবে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প অনুমোদনের আবেদন করা হয়েছে। বাজেট সংকটের কারনে বাস্তবায়ন হচ্ছে না।










