মো মাজহারুল ইসলামঃ কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে খোর্দ আইলচারা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন। এ দিক থেকে সৎ যোগ্য শাসন ও নেতৃত্বে মুফতি আমীর হামজার কোন বিকল্প নেই। আমরা সাংগঠনিকভাবে তাকেই মনোনীত করেছি। আপনার আমার সকলের সহযোগিতায় তাকে আমরা নির্বাচিত করবো। সেই লক্ষেই কাজ করছি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমীর হামজা।
তিনি বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক ও ইসলামি বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্যে জামায়াত দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।” জামায়াতের দুজন মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী (র.) ও শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ(র.) বিগত সময়ে সৎ নেতৃত্বে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তারই ধারাবাহিকতায় আমরা সমাজ রাষ্ট্রে কাজ করতে চায়। সেটা আপনারাই বাস্তবায়ন করবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলাম।
বক্তব্য রাখেন ইবি থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, উলামা বিভাগের কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ জুলফিকার আলী, সেক্রেটারী মাওলানা ইয়াসির আরাফাত, জামায়াতের নেতা হামিদুল ইসলাম, ডা: রায়হান আলী, আইলচারা ইউনিয়ন জামায়াতের আমীর শাকিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।