আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলা এ কর্মশালায় কর্মীদের সাংগঠনিক দায়িত্ব ও দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, "সংগঠনকে মজবুত করতে হলে দুর্বল কর্মীদের সক্রিয় করতে হবে এবং সক্রিয় কর্মীদের মানোন্নয়ন করে নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে হবে। দ্বীন প্রতিষ্ঠার এ মহান দায়িত্বকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।" বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি খলিলুর রহমান, মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান এবং উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার। কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল।