জামাল উদ্দীনঃ কক্সবাজার উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের মেরিন ড্রাইভ চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশী চালিয়ে ১৯২ক্যান বিদেশী বিয়ারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১৬জুন ভোররাত সোয়া ৩টারদিকে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপুর্ণ কক্সবাজার হতে টেকনাফগামী একটি প্রাইভেট কারযোগে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা গাড়িটি চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবির সদস্যগণ গাড়িটি তল্লাশীর জন্য থামান। বিজিবি টহল দল তল্লাশীকালে আরোহী টেকনাফ কলেজ পাড়ার ফজলে করিমের পুত্র আব্দুল হামিদ(২৬) এবং মোঃ হোসনের পুত্র মোঃ ইউনুস (২৮) এর নিকট রক্ষিত লাল ও সবুজ রঙ্গের ২টি কাপড়ের ব্যাগের মধ্যে ১৯২ক্যান বিয়ারসহ আটক করা হয়। ধৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে, উল্লিখিত বিয়ার কক্সবাজার হতে ক্রয় করতঃ টেকনাফে বেশী দামে বিক্রেয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এই ব্যাপারে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) জানান,আসামীসহ উদ্ধারকৃত বিয়ার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন