তৌহিদ, মাগুরা;;মাগুরাতে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার ৩ আসামীকে জামিন দেয়ায় শহর জুড়ে বিক্ষোভ মিছিল করেছে মাগুরা জেলা ছাত্রদল। সোমবার ১৬ জুন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সমস্ত শহর প্রদক্ষিণ করে।মিছিল শেষে তারা জেলা জর্জ কোর্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সমাবেশে বলা হয় যারা জুলাই গণঅভ্যুত্থানে নিরীহ ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে কোন ভাবেই তাদের ছাড় দেয়া যাবেনা।তদন্ত করে অতি দ্রুত সময়ের মধ্যে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।কোন রকম ঘাপটি মেরে থাকা চলবেনা। আমরা চাই প্রশাসন দোসরদের শাস্তি দেয়ার ব্যাপারে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে।