আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ জুন) বাদ আছর অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তফসিল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ জুন (বুধবার) মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। ২৭ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি এবং ২৮ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। প্রতীক বরাদ্দ হবে ৩০ জুন। সবশেষে আগামী ৫ জুলাই (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী: ২১ জুন: খসড়া ভোটার তালিকা প্রকাশ ২২ জুন: আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৩ জুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধিও নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আচরণবিধিতে উল্লেখ করা হয়েছে— নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যানার, পোস্টার ও বিলবোর্ড ব্যবহার করা যাবে, তবে র্যালি, মিছিল বা সমাবেশ করা যাবে না। কোন ধরনের রাজনৈতিক বক্তব্য কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বক্তব্য প্রদান করা যাবে না। প্রার্থীরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করতে পারবেন না। ভোটের দিন ভোটারদের সামনে প্রার্থীদের কোনো প্রচারণা চালানো যাবে না। দুপুর ১টা ৩০ মিনিটের পর ভোটকেন্দ্রের ভেতরে শুধুমাত্র উপস্থিত ভোটারদের ভোটগ্রহণ চলবে। নির্ধারিত সময়ের পূর্বেই যদি ১০০% ভোটগ্রহণ সম্পন্ন হয়, তবে নির্বাচন কমিশন পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারবে। প্রধান নির্বাচন কমিশনারের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও প্রেসক্লাবের আইডি কার্ড সাথে আনতে হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে নির্বাচন কমিশন। প্রেসক্লাবের এ নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব আগামী দুই বছর ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।