জামাল উদ্দীন কক্সবাজার অদ্য ১৫ জুন ২০২৫ ইং রোজ রবিবার রাত ২২৩০ ঘটিকায় নির্ভরযোগ্য সূত্র থেকে কক্সবাজার শহরসংলগ্ন গোল দিঘির পাড় এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ স্থানীয় ছোলাই মদের চালান আনার তথ্য পাওয়া যায় । উক্ত তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদরস্থ ঝিলংজা আর্মি ক্যাম্পের ৯ ইস্ট বেংগল এর টহলরত একটি দল তৎক্ষণাৎ ওই এলাকায় গমন করে সেখানে অভিযান পরিচালনা করে এবং উক্ত অবৈধ মদের চালানটি জব্দ করে।২। এসময় ঘটনাস্থল হতে অবৈধ মদের সরবরাহ ও বিক্রয়ের সাথে জড়িত ৬ জনকে প্রাথমিক ভাবে আটক করা হয় এবং সেখান থেকে আনুমানিক ২০০ লিটার স্থানীয় ছোলাই মদ জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের এবং জব্দকৃত মদ পুলিশের কাছে হস্তান্তর করা হয় ৩। অবৈধ মদ ধ্বংসকরণ ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েক