আলমডাঙ্গার প্রবীণ বিএনপি নেতা এমদাদুল হক ডাবু আর নেই সোমবার সকাল ১০টায় জানাজা, কালিদাসপুর গোরস্থানে দাফন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের বাসিন্দা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্ষীয়ান রাজনীতিক এমদাদুল হক ডাবু (৫৬) আর নেই। রোববার (১৫ জুন) বিকেল ৫টা ২০ মিনিটে তিনি ঢাকার পিজি (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কিছুদিন আগে ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।এমদাদুল হক ডাবু ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তার পিতা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল মালেক মিয়া। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন মেজ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মোহাইমেনুল হক আবির, মেজ ছেলে মোমেনুল হক অংকন এবং কন্যা নুসরাত মেহজাবীন অথই। সোমবার (১৬ জুন) সকাল ১০টায় কালিদাসপুরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কালিদাসপুর উত্তরপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।