
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি পাইকগাছায় দুষ্কৃতিকারী কর্তৃক মোটরসাইকেল ছিনতাই এর ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে।থানায় অভিযোগ সুত্রে জানা যায়, গত (১৩জুন) বিকাল ৫টার দিকে উপজেলার গদাইপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজী আবুল বাশারের পুত্র কাজী মাহবুব রহমান তার বন্ধু মেহেদীকে নিয়ে মটরসাইকেল যোগে পাইকগাছায় রওনা হয়। এসময়ে গদাইপুর ফুটবল খেলার মাঠের পাশে পৌছালে পূর্ব শত্রুতার জেরে ওত পেতে থাকা চেচুয়া গ্রামের সায়েদ মোড়ল, মাসুম মিস্ত্রি, মেহেদী হাসান, সজীব, শামিম ওসমান ও তকিয়া গ্রামের সাকিবসহ দুষ্কৃতিকারীরা মটর সাইকেলের গতি রোধ করে গালিগালাজ করতে থাকে। সংবাদ পেয়ে মাহবুবের বন্ধু পরশ ঘটনাস্থলে আসলে তাদের কাছে রাখা রড, হাতুড়ি, ছুরি, লাঠি নিয়ে আক্রমণ করে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে মাহবুবের কাছে থাকা মোটরসাইকেল হিরো ডিলাক্স যাহার নাম্বার রেজিষ্ট্রেশন নং- ১২-৯৬৯৯ গাড়িটি ছিনতাই পূর্বক খুন জখমসহ বিভিন্ন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মারপিটে পরশসহ অন্যরা আহত হয়। এ ঘটনায় পরশ বাদী হয়ে থানায় একটি জিডি ও কাজী মাহবুব রহমান বাদী হয়ে একটি অভিযোগ করেন। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, এ বিষয়ে জিডি এবং অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।










