মোঃ আসিফুজ্জামান আসিফঃ শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার।
রোববার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার কুরগাঁও এলাকায় আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "বিএনপির কিছু কিছু নেতা এখন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আতাত করে ব্যবসা-বাণিজ্য করছে। তারা আন্দোলনের মাঠে না থেকে নিজেদের এলাকার বড় নেতা বানানোর চেষ্টা করছে।"
সভায় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া প্রমুখ।
নেতারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারবিরোধী আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।