বাংলাদেশ মানবাধিকার কমিশন, আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে।
১৪ জুন শনিবার সকাল ১১টায় আলমডাঙ্গায় লায়লা কনভেনশন হলে বিশ্ব রক্তদাতা দিবসে উপজেলা ব্যাপী ব্লাড ডোনারদের মধ্যে থেকে ১২জন ব্লাড ডোনারকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আল- আমিন হোসেন এর সভাপতিত্বে ও খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি, অসীষ কুমার বসু,উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ মাসুদুর রহমান (পিপিএম), বাংলাদেশ মানবাধিকার কমিশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রেজওয়ান আলি ও সেক্রেটারি ফারহান হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা শাখার নির্বাহী সভাপতি রাজীউজ্জামান রাজ, সিনিয়র সহ সভাপতি ইউনুস আলী মন্ডল, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শারাফাত হোসেন, খঃ রাকিব রনি, মিনারুল ইসলাম, সহ সাংগঠন সম্পাদক আল মামুন রেজা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজুর মুর্শিদ কলিন, অর্থ সম্পাদক জাহিদ হাসান হাসিব, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক জাহিদ হাসান , তথ্য সম্পাদক হুজ্জাতুল ইসলাম শাকিল, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অত্র শাখার মানবাধিকার কর্মীরা। এসময় ব্লাড ডোনাররা তাদের রক্তদানের প্রতিবন্ধকতা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখা কর্তৃক ক্লিনিক মালিকদের দরিদ্র পরিবারের জন্য ব্লাড নেওয়ার সময় টেস্টের ফি কমানোর জন্য অনুরোধ করা হয়। এ সময় মানবাধিকার কর্মীরা বলেন, যেহেতু আলমডাঙ্গায় ব্লাড ব্যাংক নাই, তাই উপজেলাব্যাপী আমরা ব্লাড ডোনারের মাধ্যমে রক্ত প্রদান করে যাচ্ছি। রক্তদান একটি মহৎ কাজ এবং এর মাধ্যমে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব। এছাড়াও সকলকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।