মান্দা প্রতিনিধি,,, নওগাঁ মান্দায় মীর আহম্মেদ ফুটবল টুর্ণামেণ্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ)নওগাঁ জেলা শাখার প্রধান উপদেষ্টা ডাঃমোঃইকরামুল বারী টিপু এমবিবিএস এবং সভাপতিত্ব করেন মোঃসাইদূর রহমান সাবেক চেয়ারম্যান। পূর্ব পাইকপাড়া গ্রামের যুব সম্প্রদায়ের উদ্যোগে "মীর আহম্মেদ স্মৃতিফুটবল টুর্ণামেন্ট ২০২৫"- এর ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু এমবিবিএস। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুলাহিল কাফি, নওগাঁ এ্যাডভোকট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত ইলিয়াস কবির, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মান্দা উপজেলা শাখার সভাপতি মহসিন আলী, জাতীয় বিশ্ববিদ্যালের কর্মকর্তা সাবেক ছাত্রদল নেতা আব্দুল মান্নান প্রমুখ ।পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে, প্রধান অতিথি ডাঃইকরামুল বারী টিপু বলেন,আপনারা দোয়া করিবেন আগামী দিনে যদি বি এন পি দল রাষ্ট্রীয় ভাবে ক্ষমতায় আসে এবং যদি আপনাদের প্রতিনিধি নির্বাচিত হই তাহলে, আপনাদের খেলাধুলার জন্য যাবতীয় সুযোগ সুবিধার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে আমরা যা দেখছি তা হচ্ছে, যুব সমাজকে মাদকে অন্ধকারে নিয়ে গেছে। একমাত্র এই খেলাধুলার মাধ্যমে সম্ভব সেখান থেকে ফিরে আসা।খেলাধুলার সকল ইভেন্ট আমাদের চালু করতে হবে যদিও ব্যায়বহুল একমাত্র রাষ্ট্রীয় ভাবে সহযোগিতা করলে তা সম্ভব।আমরা মান্দাবাসী নিজের যা আছে তার মধ্য দিয়ে এ-সব খেলাধুলা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এসময় হাজারো ফুটবল প্রেমী দর্শক জোর করতালি দিয়ে ডাঃইকরামুল বারী টিপু কে উৎসাহ দেখান।