মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জহুরুল ইসলাম এর জানাজা নামাজ আজ ১৩ জুন ২০২৫ ইং বাদ আছর ভূঁডুবা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাগজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জহুরুল ইসলাম ছিলেন একজন সদালাপী,পরোপকারী ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজে বিপুলসংখ্যক এলাকাবাসী, আত্মীয়স্বজন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা নামাজের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং জয়পুরহাট-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তাঁর বক্তব্যে তিনি বলেন,মরহুম জহুরুল ইসলাম ছিলেন একজন নিষ্ঠাবান ও সমাজকল্যাণে নিবেদিত প্রাণ ব্যক্তি। তিনি ইউনিয়নের জনগণের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি। জানাজা নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মরহুম জহুরুল ইসলাম দীর্ঘ সময় ধরে বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি ছিলেন এলাকাবাসীর একজন শ্রদ্ধেয় অভিভাবকতুল্য নেতা।