পাঁচবিবি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
Spread the love

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গর্বিত সন্তান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন পাঁচবিবি ফাউন্ডেশন।

আজ ৯ জুন, সোমবার সকাল ১০টায় পাঁচবিবি ডিগ্রি কলেজ মিলনায়তনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাঁচবিবি ফাউন্ডেশনের সভাপতি ও সমাজসেবক আব্দুল খালেক।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মুহিত।

অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ক বক্তব্য রাখেন এবং ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষা ও সামাজিক দায়িত্ব নিয়ে আলোচনা করেন:
শহীদ জিয়া মেডিকেল কলেজ নবজাতক ও শিশু বিভাগের হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান মানিক, সহকারী এ্যার্টনি জেনারেল ও ফাউন্ডেশনের সাংগাঠনিক ও আইন সম্পাদক জোবায়দুর রহমান, পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, পাঁচবিবি শিক্ষার্থী সমিতির সভাপতি আবু রায়হান মুকুল, পাঁচবিবি ফাউন্ডেশনের সহ সভাপতি আবুল বাশার, ইঞ্জিঃ তুহিন ইবনে সাহির, শিক্ষা ও ছাত্র কল্যাণ সম্পাদক ইঞ্জিঃ এহতেশাম মিজান, স্বাস্থ্যসেবা সম্পাদক ডাঃ এ বি এম মেহেদী, মাসিক কিশোর কন্ঠের সহকারী সম্পাদক তারেক ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান অশ্র প্রমুখ।

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের সফলতার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তাদের সমাজ ও দেশের জন্য অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর ও অনুপ্রেরণাদায়ী পরিবেশ।

পাঁচবিবি ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং উচ্চশিক্ষায় অগ্রসর হতে তাদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31