
আল আমিন : ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শকে বাস্তবে রূপ দিতে জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন ছাত্রদলের সাবেক নেতা শামীম হোসেন মন্ডল। তিনি নিজ অর্থায়নে ১৭টি গরু কোরবানি দিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২ হাজার দরিদ্র ও অসহায় পরিবারে ১ কেজি করে মাংস বিতরণ করেছেন। রোববার (৮ জুন) বেলা ১১টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল,সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল,বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল,যুব নেতা হারুনুর রশিদ সজল,ছাত্র নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ,
সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ছাত্র নেতা শামীম হোসেন মন্ডল বলেন,
> “ঈদের আনন্দ যেন শুধু সামর্থ্যবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেই ভাবনা থেকেই এ আয়োজন করেছি। যেসব পরিবার কোরবানি দিতে পারেননি, অন্তত তারা যেন পরিবার নিয়ে একবেলা গোশত-ভাত খেতে পারেন—সেটাই ছিল আমার উদ্দেশ্য।” উল্লেখ্য, এ কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকে এটিকে ঈদের আনন্দ ভাগাভাগির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।










