পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলমডাঙ্গা পৌরসভাধীন এরশাদপুর গ্রামে অবস্থিত জনপ্রিয় ভ্রমণ স্থান আলমডাঙ্গা রিসোর্টে গতকাল ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে স্থানীয়সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় জমায়। রিসোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের এই জনসমাগমের মধ্যে রিসোর্ট চত্বরে কিছু নগদ অর্থ এবং নারীদের ব্যবহৃত একটি দামী সামগ্রী কুড়িয়ে পাওয়া গেছে। সম্ভাব্য মালিকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, যারা মনে করেন তারা এসব জিনিসপত্র হারিয়েছেন, তারা যেন যথাযথ প্রমাণসহ যোগাযোগ করেন। হারানো জিনিসের দাবিদাররা সরাসরি আলমডাঙ্গা রিসোর্টে উপস্থিত হয়ে অথবা নিচের মোবাইল নম্বর দু’টির যেকোনো একটিতে যোগাযোগ করতে পারবেন:
📞 01303-715471
📞 01712-671244 রিসোর্ট কর্তৃপক্ষ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে কেউ যাতে তাদের মূল্যবান জিনিস হারিয়ে কষ্ট না পান, সে দিকটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। আশা করি প্রকৃত মালিক প্রমাণসহ এগিয়ে আসবেন।” এ বিষয়ে আরও কোনো তথ্য জানা গেলে রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
ঈদ মোবারক!