আজ ৫ জুন, ২০২৫ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন সহযাত্রা ফাউন্ডেশন। ঈদুল আযহাকে সামনে রেখে স্টেশনের সৌন্দর্যবর্ধনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয় সকালে শুরু হওয়া এই কর্মসূচিতে ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন আঙিনা, ফুলবাগান এবং প্ল্যাটফর্ম এলাকাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। একইসাথে, প্লাস্টিক ও যত্রতত্র ময়লা ফেলা রোধে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সহযাত্রা ফাউন্ডেশন জানায়, ঈদের সময় ট্রেনে আগত যাত্রীরা যেন একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশের মুখোমুখি হন, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেশনের নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং পরিচ্ছন্ন আলমডাঙ্গা গড়তে এই কার্যক্রম ঈদের পরেও চলমান থাকবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন সহযাত্রা ফাউন্ডেশনের একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক। তাদের মধ্যে ছিলেন মুসাব তৌহিদ, কামরুল হাসান কাজল, পার্থিব হাসান, আল-ইমরান, সাদী হাসান, রাকিব মাহমুদ, সাকিব, ফিরোজ হাসান, আব্দুর রহমান, সোয়াইবা স্নিগ্ধা, অবিকা, প্রীতি সাহা সহ আরও অনেকে। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা আলমডাঙ্গা পৌরসভাকে একটি পরিচ্ছন্নতার মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।