
আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মরহুম মীর মহিউদ্দিনের ছোট ভাই মীর গোলাম মোস্তফা মহর (৬৭) মারা গেছেন। গতকাল ৪ জুন বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে আলমডাঙ্গা শহরের আলিফ উদ্দিন রোডের নিজ বাড়িতে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর আলমডাঙ্গায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন আলমডাঙ্গা অঞ্চলের শিক্ষা অনুরাগী ও ক্রীড়া ব্যক্তিত্ব। তিনি আলমডাঙ্গার ঐতিহ্যবাহী ফ্রেন্ডস ক্লাব, ব্যামাগার, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এলাকার সামাজিক অঙ্গনে তাঁর ছিল অপরিসীম অবদান। সমাজে তিনি দানবীর হিসেবেও বিশেষভাবে পরিচিত ছিলেন।
মৃত্যকালে তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল এশার নামাজের পর জানাজা শেষে দারুস সালাম গোরস্থানে দাফন করা হয়েছে। জানাজা নামাজে বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ,স্থানীয় সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।










