প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ
প্রতিবছরের ন্যায় এ বছরেও সৌদি বাদশার রাজকীয় আমন্ত্রণে হজ করবেন ১৩০০ হাজী

সৌদি আরবের বাদশার রাজকীয় আমন্ত্রণে এ বছর হজ করবেন ১৩০০ জন হাজী। বিশ্বের ৬১ দেশ থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত হাজীদের ভেতরে পুরুষের পাশাপাশি নারী হাজিও থাকছেন। তারা রাজকীয় ব্যবস্থাপনায় হজ ওমরাহ ও দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করবেন।
সার্বিক ব্যবস্থাপনায় থাকবে দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবে বাদশা সালমান বিন আব্দুল আজিজ এক রাজকীয় ফরমানে হাজীদের আমন্ত্রণ জানাতে এবং সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ এই নির্দেশের জন্য বাদশা সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি তাদের প্রশংসা করে বলেন, এই নির্দেশ মুসলিম জাতির প্রতি সৌদি নেতৃত্বের নিষ্ঠার প্রমাণ।
জানা গেছে ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত ১৪০ টি দেশের ৬৫ হাজার হাজী রাজকীয় আমন্ত্রণে হজ করেছেন। যাদের নিজ দেশ থেকে সৌদি আরবে গমন থেকে হজ্ব ওমরা ও পরিদর্শন শেষে দেশে ফেরা পর্যন্ত সব ব্যয় সৌদি সরকার বহন করে থাকে।
চেয়ারম্যান: ফরিদ আলী ব্যাবস্থাপনা পরিচালক: এম. সনজু আহমেদ,সম্পাদক: নাজমুল হক শাওন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:এরশাদপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ,ফোন: ০১৭২১-৮৪৭৯০৬,ইমেইল: sftvnewsbd@gmail.com