
নিয়ম অনুযায়ী, আজ ৭ জিলহজ সন্ধ্যার পর মক্কার মসজিদুল হারাম কিংবা নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে প্রায় ৯ কিলোমিটার দূরের মিনা অভিমুখে রওনা হয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাত্রি যাপন শেষে বৃহঃপতি বার রওয়ানা হবেন আরাফাতের ময়দানের উদ্যেশ্যে সেখানেই অনুষ্ঠিত হবে হজ্বের খুদবা , আরাফাতে অবস্থান কে হজের মুল আনুষ্ঠানিকতা ধরা হয়।
সেখানে এক যোগে যোহর আছরের নামাজ আদায় করেন মুসল্লিরা। এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ্জ পালন করছেন প্রায় ১৫ লাখ মুসল্লি। হজ্জ পালন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা জোরদার করেছেন সৌদি সরকার।
উল্লেখ্য, প্রতিবছর ৮ থেকে ১৩ জিলহজের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো পালিত হয়। এই সময় চার দিনের ধর্মীয় রীতিতে অংশ নেন হাজিরা।
এদিকে, সৌদি আরবের ধর্ম বিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, এ বছর আরাফার দিন খুতবা প্রদান করবেন খ্যাতিমান ইসলামিক স্কলার শেখ সালেহ বিন হুমাইদ। রাজকীয় এক আদেশে তাকে এই দায়িত্ব দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে তিনি এই ঐতিহাসিক খুতবা প্রদান করবেন।