
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মানব পাচার ও অবৈধ উপায়ে বিদেশে যাওয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩ জুন) বিকেলে উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে আলমডাঙ্গা থানা পুলিশ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, বিপিএম (সেবা)। সভার সভাপতিত্ব করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান।সভায় পুলিশ সুপার বলেন, “অনেক পরিবার সন্তানকে বিদেশে পাঠানোর আশায় দালালদের প্ররোচনায় পড়ে সর্বস্ব হারাচ্ছে। অনেকেই জমি বিক্রি ও ঋণগ্রহণ করে বিদেশে পাঠানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত প্রতারণার শিকার হন। লিখিত কোনো প্রমাণ না থাকায় অধিকাংশ সময় আইনগত ব্যবস্থা গ্রহণ করাও কঠিন হয়ে পড়ে।” তিনি আরও বলেন, “অবৈধ পথে বিদেশে যাওয়ার প্রলোভনে পড়ে অনেকে বিপদে পড়ে। দালালরা গোপনে টাকা নিতে চায়, অথচ পরে পাশে কেউ থাকে না। তাই বিদেশে পাঠানোর আগে অবশ্যই জেনে নিতে হবে—সন্তান কোথায়, কীভাবে এবং কী কাজ করতে যাচ্ছে।” পুলিশ সুপার বৈধ উপায়ে, সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এবং জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে বিদেশে যেতে উৎসাহিত করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে ওসি মাসুদুর রহমান বলেন, “পুলিশ সুপার স্যারের আগ্রহ ও নির্দেশনায় আজকের এই সচেতনতামূলক আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তিনি নিয়মিতভাবে সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।”
সভায় আরও উপস্থিত ছিলেন— বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন,
ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, জামজামি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ আহম্মেদ, নাগদাহ ইউনিয়নের শাহিন উদ্দিন, সমাজসেবক রায়হান উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি রায়হান মেম্বার, ঝন্টু মালিথা, আহসান হাবীব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হারুন অর রশিদ। সভায় ভুক্তভোগী কয়েকটি পরিবার তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে মানব পাচারের ভয়াবহতা তুলে ধরেন। আলোচনা সভা সঞ্চালনা করেন আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা আজগর আলী।










