সরদার জসিম ক্রাইম রিপোর্টারঃ ঝালকাঠি নলছিটি (ঝালকাঠি): নলছিটি উপজেলার তালতলা বাজারে বসেছে একটি গরু-ছাগলের হাট। ঈদুল আজহা সামনে রেখে জমে উঠছে কোরবানির পশুর হাট, যা স্থানীয়ভাবে এক বৃহৎ পশুর হাট হিসেবে পরিচিতি। এই হাটে দেশি ও সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চল থেকে হাজার ও গরু আনা হচ্ছে। হাটে ঢুকতেই চোখে পড়ে সারি সারি গরু আর ছাগলের ভিড়। বিশেষ করে গরুর সংখ্যা ও বৈচিত্র্য লক্ষ্য করার মতো। ছোট, মাঝারি ও বড় সাইজের বিভিন্ন জাতের গরু পাওয়া যাচ্ছে খুবই সাশ্রয়ী দামে। স্থানীয় ক্রেতারা জানিয়েছেন, অন্যান্য হাটের তুলনায় তালতলা বাজারে গরুর দাম তুলনামূলকভাবে অনেক কম। যে কারণে আশেপাশের অনেকে ছুটে আসছেন। স্থানীয় ক্রেতা বলেন, “আমি তিনটা হাট ঘুরে এখানে এসেছি। কিন্তু তালতলা বাজারে এসে দেখি গরু কমে পাওয়া যাচ্ছে। হাটে গরুর সংখ্যা অনেক, বিক্রেতারাও দাম একটু কম রাখছেন।” একজন গরু বিক্রেতা বলেন,গত বছরের চেয়ে এ বছর গরুর দাম অনেক কম, গরুর খাবারের যে দাম তার তুলনায় অনেক কম পাচ্ছি লোসকান গুনতে হবে। বাজার ইজাদার কমিটি মো: ফিরোজ আলম, মোজাম্মেল হক, মোঃ আঃ কাদের খান, ইমরান হোসেন হিরু, তরিকুল ইসলাম মিঠু, বলেন আমাদের এই হাটে তিন দিন বসবে রবিবার, বৃহস্পতিবার ও শুক্রবার হটা বসবে এবং সব ধরনের সুবিধা আমরা রেখেছি যাতে কোন বিক্রেতা সমস্যা না পড়েন পশুর জন্য নলছিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে ডাক্তার সুব্রত শিকদার পরিদর্শন করেন ও আইনশৃঙ্খলা বাহিনী সবসময়ই নজর দারি রাখেন সার্বক্ষণিক বাজারে ভলান্টিয়ার দ্বারা পরিচালিত করেন ঈদুল আজহাকে সামনে রেখে তালতলা বাজারের গরু-ছাগলের হাট দিন দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছে। ক্রেতা ও বিক্রেতারা উভয়েই সন্তুষ্ট, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।