তৌহিদ, মাগুরামাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। রবিবার ১ জুন বিকালে আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাস এবং মোটরসাইকেলর মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। সে হলো মোটরসাইকেল চালক জিসান খান। বাকি দুজনের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌছান।পরে আহতদের উদ্ধার করে মাগুরা২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত অবস্হায় একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আমরা দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি।