চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য Tapentadol Tablet ও মাদক বিক্রির নগদ ৮২০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে দুইজন মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ মে ২০২৫ ইং তারিখ রাত ১০টা ২৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন রেলস্টেশনপাড়া গুদাম ঘরের সামনে পাঁকা রাস্তায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স।গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ রুবেল হোসেন (২৮), পিতা- মোঃ রেজাউল ইসলাম, সাং- স্টেশনপাড়া ২। মোঃ লিটন আহম্মদ (৩০), পিতা- মোঃ শাহাদত হোসেন, সাং- আসাননগর — উভয়ের বাড়ি আলমডাঙ্গা থানার আওতাধীন।তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ পিস Tapentadol Tablet ও মাদক বিক্রির নগদ ৮২০ টাকা। ঘটনাস্থলেই তাদের আটক করে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-০১, তারিখ-০১/০৬/২০২৫ ইং ধারা ৩৬(১) সারণির ২৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।