রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার উলিপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। জানা গেছে, রোববার ১ জুন দুপুরে উলিপুর বাস স্ট্যান্ড সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান মজনু (৬০) উপজেলার ধরণী বাড়ী ইউনিয়নের মাদারটেরী গ্রামের মৃত আব্দুল জলিল মাস্টারের পুত্র মোস্তাফিজুর রহমান মজনু সাবেক বিজেপি সদস্য বর্তমান তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন বলে জানা গেছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে সকালে বাড়ি থেকে মজনু মিয়া চলে যান চিকিৎসা সেবায় কাজে পরে বাড়িতে ফিরে না আসলে বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সজনরা মজনু মিয়ার লাস্ট শনাক্ত করে। এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিলু রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।