
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর মোড় সংলগ্ন হারদী-আলমডাঙ্গা হাইওয়েতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত এবং চারজন আহত হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (৩১ মে ২০২৫) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে। নিহত কিশোরের নাম মো. সজিব হোসেন (১৭)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার মালিহাত গ্রামের মৃত জানবার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসার সময় বুলুর সামনে যাদবপুর মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই সজিব হোসেন নিহত হন এবং আরও চারজন গুরুতর আহত হন। আহতরা হলেন—
১) মো. জিয়াউর রহমান (৩৫), পিতা: মো. আশরাফুল ইসলাম, গ্রাম: উদয়পুর ২) মো. মানিক মিয়া (৩০), পিতা: মো. হাসিবুল হোসেন, গ্রাম: কাটাভাঙ্গা ৩) মো. আসিব হোসেন (১৯), পিতা: মো. ইয়াকিম মোল্লা, গ্রাম: ওসমানপুর ৪) মো. হাসান আলী (১৯), পিতা: মো. ইসমাইল হোসেন, গ্রাম: ওসমানপুর (উল্লেখিত চারজনই আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন গ্রামের বাসিন্দা) আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনা-সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। স্থানীয়দের দাবি, এলাকাটিতে যান চলাচলের নিয়ম না মানা এবং উচ্চগতির কারণেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে।










