
মোঃ খাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৩ নং তেতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার( ৩১ মে)সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকের সভাপতিত্বে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হারুনুর রশিদ ২০২৫-২৬ অর্থ বছরে তেতুলিয়া ইউনিয়ন পরিষদের জন্য রাজস্ব বাজেট ৪২৮০৭৯০ টাকা উন্নয়ন বাজেট ১৯৩৩৩৭০৯ টাকা সর্বমোট বাজেট ২৩৬১৪৪৯৯ টাকা এতে ২ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ৪ শত ৯৯ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। পাশাপাশি ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণায় আয়ের উৎসগুলো জনসম্মুখে উপস্থাপন করে বলেন, ইউনিয়নকে নাগরিক সেবা প্রদানের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দ্রুতই ইউনিয়ন পরিষদ জনগনের সেবা প্রদানের অন্যতম হাব হিসাবে রূপান্তরিত হবে। প্রথমে খসড়া বাজেট ঘোষনার পর উপস্থিত সকলের মতামত ও পর্যালোচনা শেষে গৃহিত হয়। উন্মুক্ত বাজেট ঘোষনা সভায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, মোঃ তোজাম্মেল হক বিপ্লব, বাংলাদেশ জামাতে ইসলামী তেঁতুলিয়া উপজেলা শাখার জয়নাল আবেদীন, তেঁতুলিয়া উপজেলা জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এনসিপি প্রতিনিধি নয়ন ইসলাম , ক্রীড়া ব্যক্তিত্ব সাজেদার রহমান রাজু, বিএনপি নেতা তাজ উদ্দীন আহমেদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সকল ইউপি সদস্য/সদস্যা, উদ্যোক্তা ও কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ।










