তামাক নয়, জীবনের জন্য হাঁটি বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
Spread the love

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি :::তামাক নয়, খাদ্য চাই”—এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫। এ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও গঠনমূলক আলোচনা সভা। শনিবার (৩১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। সভায় বক্তব্য প্রদান করে ইউএনও নয়ন কুমার সাহা বলেন, “তামাক শুধু একজন ব্যক্তির নয়, তার পরিবার ও সমাজের জন্যও এক ভয়াবহ অভিশাপ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মরণনেশা থেকে দূরে রাখতে হলে এখনই প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে, যাতে তরুণরা সচেতন হয়ে তামাককে না বলে।” প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, “তামাক ব্যবহারের ফলে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। শুধু ধূমপান নয়, চিবিয়ে খাওয়া তামাকও শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাকের ভয়াবহতা থেকে রক্ষা পেতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে সচেতন হতে হবে।” আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. জয়নুল আবেদিন এবং উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী নিত্যনান্দ চন্দ্র বর্মন। তারা বলেন, তামাকের অপব্যবহার আমাদের সমাজ ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি স্বাস্থ্য অবকাঠামোতে বাড়ছে অযথা চাপ। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকে একযোগে তামাকবিরোধী প্রচারে এগিয়ে আসতে হবে। আলোচনায় আরও অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, নারী প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা। এ ধরনের কর্মসূচি জনগণের মধ্যে তামাকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে এবং একটি সুস্থ, নিরাপদ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে বলে অভিমত দেন অংশগ্রহণকারীরা ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31