
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি।”””ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বৈশাখী ইসলাম বর্ষা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব।
৩০ মে শুক্রবার সন্ধ্যার পরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ডের রাস্তায় আটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তিনি ঘটনাটি ফেইসবুকে লাইভ করার পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। শুক্রবার বিকালে উপজেলার ভাবুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলী জানান। মারধরের শিকার বৈশাখী ইসলাম বর্ষা (১৮) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব। পরিবারের অভিযোগ, বর্ষার বোনকে উত্ত্যক্ত করেন সাগর হোসেন নামে যুবক। বর্ষা সেই যুবকের বিরুদ্ধে শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখান থেকে ফেরার পথেই রাস্তায় বর্ষাকে কয়েকজন আটকায়। তারপর তাকে চুল ধরে টেনে মারধর করা হয়। ঘটনার পর সেখানে দাঁড়িয়েই বর্ষা ফেইসবুক লাইভে এসে তার উপর হামলার কথা জানান এবং বিএনপির নেতা কর্মীরা তার উপর হামালা চালিয়েছে বলে কান্না জড়িত কন্ঠে জানান। এ ঘটনার পরে স্হানীয় লোকজন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা নিয়ে এখনও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওসি সফর আলী বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










