
সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন দেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের এক সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালকের দায়িত্ব পাওয়ার পরপরই পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন বুলবুল। বিসিবির ইতিহাসে তিনিই দ্বিতীয় সাবেক ক্রিকেটার যিনি বোর্ডের সর্বোচ্চ পদে আসীন হলেন। ৫৭ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। তার ক্রিকেট প্রশাসনিক অভিজ্ঞতা, মাঠের অভিজ্ঞতার সঙ্গে মিশে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাত্র দুই দিনের ব্যবধানে বিসিবির নেতৃত্বে এলো বড় পরিবর্তন। ফারুক আহমেদের বিদায়ের পর নাটকীয় পটপরিবর্তনের মাধ্যমে আসন গ্রহণ করলেন আমিনুল। অনেকেই বলছেন, এটি ছিল সময়ের দাবি এবং সঠিক পথেই হেঁটেছে বিসিবি। তবে এই নিয়োগ আপাতত নির্বাচন পর্যন্ত সীমাবদ্ধ। আগামী অক্টোবরের মধ্যে বিসিবিকে নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে—সেই প্রক্রিয়ায় স্থায়ী সভাপতি নির্ধারণ হবে। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আমিনুল ইসলাম বুলবুল এখন কতটা কার্যকর ভূমিকা










