
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নারায়নপুরে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে)বিকাল ৪ টায় নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জীবননগর পৌর দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, পৌর সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক চাঁদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রকিবুল ইসলাম বাবু,পৌর মৎস্যজীবি দলের সভাপতি জাহিদুল ইসলাম, জীবননগর ডিগ্রী কলেজের আহ্বায়ক মনিরুল ইসলাম, শ্রমিক নেতা ইউসুফ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহিদ হাসান, পৌর বিএনপির সদস্য আজিম, দুই নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আল মামুন সহ প্রমুখ। সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সে চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে শহীদ প্রেসিডেন্টের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।










