
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (৩০ মে) আসরের নামাজের পর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মরহুম জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলিম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সেকেন্দার মিয়া এবং আসিফ আল নূর তানিম মিয়া। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু।এছাড়াও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক আজম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াদিুজ্জামান শুভ, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাকিল উজ্জামানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের রক্ষাকবচ। তাঁর আদর্শকে ধারণ করে দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা অঙ্গীকার করেন।










