রুহুল আমিন রুকু : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে ফুলবাড়ী বাজার থেকে নবগ্রাম, খাঁনছাগ্রাম, এবং বড়ভিটা ইউনিয়নমুখী বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ ও ভাঙাচোরা স্থানে চলাচল করছে অসংখ্য যানবাহন ও পথচারী। এতে করে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। বৃষ্টির দিনে সড়কগুলো কাদায় একাকার হয়ে পড়ে। অনেক স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যেখানে জমে থাকা পানি পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি করছে। রোগী পরিবহন, স্কুলগামী শিক্ষার্থী, কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন চলাচলে দেখা দিচ্ছে বড় ধরনের সমস্যা। এই রাস্তা দিয়ে আমাদের বাজারে যেতে হয়। সড়কের এত খারাপ অবস্থা যে, রিকশা বা ভ্যানে চলা দায় হয়ে গেছে। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া আরও কঠিন হয়ে যায়। সড়কের বেহাল দশা প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, কয়েকটি সড়ক সংস্কারের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, তারা বিষয়টি জেলা প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েছে। দ্রুত বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।
চলাচলের অনুপযোগী এই সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ফুলবাড়ী উপজেলার সাধারণ জনসাধারণ ।