মোঃ নুরুজ্জামান খোকন : পিরোজপুরের কাউখালী উপজেলা ৫নং শিয়ালকাঠি ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে রোকেয়া বেগম (৫৫) গৃহিনীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ২৮মে (বুধবার)সকালে উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের,জোলাগাতী গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনা ঘটে। মৃত রোকেয়া বেগম জোলাগাতি গ্রামের আব্দুর রব আকনের স্ত্রী। নিহতের বিষয়ে পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল আনুমানিক ৮টার সময় ভিকটিম রোকেয়া বেগম তার নিজস্ব জমিতে চাষাবাদের বিষয়ে প্রতিবেশী কৃষক আঃ হাই এর সাথে কথা বলছিলেন, উক্ত সময় প্রতিবেশি (অভিযুক্ত) মোঃ জাহাঙ্গীর আকন অতর্কিত উদ্দেশ্য মূলক পিছন থেকে লোহার রড দিয়ে রোকেয়া বেগমের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়লেও সে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে। ঘটানাস্থলে সে রক্তক্ষরণসহ জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় রোকেয়া বেগমের কন্যা আফিয়ার ডাক চিৎকারে প্রতিবেশি জাহাঙ্গীর ও আলমগীর হোসেন এগিয়ে আসলে,অভিযুক্ত সোবাহান ও তার সহযোগীরা রেকেয়া বেগমকে ফেলে রেখে স্থান ত্যাগ করে। পরবর্তীতে আহত রোকেয়া বেগমকে তার মেয়ে আফিয়া, ছেলে আবুসালেহ প্রতিবেশিদের সহোযোগিতায় পিরোজপুর সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২:২৫ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোকেয়া বেগমের সাথে প্রতিবেশী হাবিবুর রহমান আকনের ছেলে জাহাঙ্গীর ওরফে জাকির আকনের সাথে জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের বিরোধ চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে রোকেয়া বেগমকে পিটিয়ে হত্যা করা হয়। এ বিষয়ে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান বলেন, রোকেয়া বেগমের সাথে প্রতিবেশী জাকির আকনের দীর্ঘদিন জমি দখল নিয়ে বিরোধ জানা যায়,বুধবার হামলায় রোকেয়া বেগম গুরুত্বর আহত হলে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল পরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্তসহ একটি হত্যা মামলা দায়ের করা হবে। দ্রুত জড়িতদের আটক সহ অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।